করোনাকালীন সময়ে অনলাইনে নিরাপদে কেনাকাটা করার কিছু টিপস
করোনা ভাইরাসের এই সময়ের মধ্যে অনেকেই এখন অনলাইনে কেনাকাটার দিকে
বেশি ঝুঁকেছেন। কারণ অনলাইন কেনাকাটায় ঘরের বাইরে বেড়ানোর প্রয়োজন নেই,ঝামেলা ছাড়া
অনলাইনে শপিং করা যায়। অপরিচিতি মানুষের সাথে মেলামেশা বা
ছোয়াছুয়ি থেকে স্বাস্থ্যঝুঁকি এড়াতে অনালাইনে কেনাকাটা অনেকের ভরসা হয়ে উঠেছে।
তেমনি একটি অনলাইন মার্কেটপ্লেস হচ্ছে Aponhut.com যেখানে আপনি কেনাকাটা করতে
পারবেন নিশ্চিতে। আপনি
নিত্যপ্রয়োজনীয় সামগ্রী থেকে খাবার, স্বাস্থ্যসেবার পণ্য জামা-কাপড় এমনকি আপনি যে
মোবাইল এবং ল্যাপটপ ব্যবহার করেন সেটিও পেয়ে যাবেন নিবিঘ্নে।
করোনাকালীন সময়ে অনলাইন শপিং এ নির্ভর হয়ে অনেকের মনে প্রশ্ন থাকে যে, কতটা নিরাপদ এই অনলাইন কেনাকাটা? আমরা আজকে অনলাইনে কেনাকাটার নিরাপত্তামূলক কিছু টিপস নিয়া আলোচনা করবোঃ
১. বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সাইট বেছে নিনঃ-
পণ্য ক্রয় এর পূর্বে প্রথমেই মাথায় রাখবেন যে, আপনি যে সাইট থেকে
পণ্য ক্রয় করবেন সেটি বিশ্বস্ত কিনা দেখে নিন। পেজের পণ্যের আপডেট ও কাস্টমারদের
কমেন্ট দেখুন। ডেলিভারী ম্যানদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে গুরুত্ব দেয়া হচ্ছে
কিনা তা জেনে নিন। তা যে কোনো সাইট থেকে নয় অনলাইন কেনাকাটার জন্য নির্ভরযোগ্য
সাইট বেছে নিন। Aponhut.com-এ পণ্য
নিশ্চিন্তে পণ্য কেনাকাটা করুন।
২. পণ্যের মান ও মূল্য যাচাই করে নিনঃ-
একই পণ্য অনেক পেজে বিক্রয় করে থাকেন। বিভিন্ন পেজে বিভিন্ন মূল্য
হতে পারে, তাই সমজাতীয় পেজগুলো ঘুরে দেখে পণ্যের মান ও মূল্য যাচাই করে ক্রয় করুন।
কারণ হতেও পারে একটি পণ্য কোনো পেজে অনেক সস্তায় পেয়ে যাবেন কিন্তু তাদের পণ্যের
মান অনেক খারাপ হতে পারে। তাই বিক্রেতার সাথে কথা বলে পণ্যের মান ও মূল্য উভয়ই
যাচাই করে অর্ডার করুন।
৩. পেমেন্টের জন্য ডিজিটাল বা মোবাইল ব্যাংকিং ব্যবহার করুনঃ-
করোনাভাইরাসের এই সময়েই শুধু নয়। পেমেন্টের জন্য মোবাইল ব্যাংকিং ও
ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে পণ্য বুঝে পাওয়া মাত্র পেমেন্ট করতে পারেন। নগদ টাকা
ব্যবহারের একান্তই প্রয়োজন হলে কাগজ বা টিস্যুতে মুড়ে খুচড়া অর্থ পরিশোধ করুন।
৪. পেমেন্টের পর স্কিনশট রাখুনঃ-
বিকাশ, ব্যাংকিং বা কোথাও ব্যাংকিং পেমেন্ট করার পর অবশ্যই স্কিনশট
নিয়ে রাখুন। কারণ কোনো কারণে পেমেন্ট ট্রানজেকশন ফেইল হইলে প্রমাণ হিসাবে স্কিনশট
ব্যবহার করতে পারবেন।
৫. অফার এর সাবধনতা অবলম্বন করুনঃ-
অনেক ওয়েবসাইট কেনাকাটায় চটকদার অফার দেয়। এতে অনেকেই হম্বিতম্বি
করে সেই অফার লুফে নিতে চান। তার আগে ভালো করে যাচাই-বাছাই করুন অফারটি আসল, নাকি
নকল। নতুনা অ্যাকাউন্ট হ্যাক হওয়ার একটা আশঙ্কাও থেকে যায়।
৬. পণ্যটি জীবাণুমুক্ত করে নিনঃ-
শুধু প্যাকেজই নয়, জীবাণুমুক্ত করতে হবে পণ্যটিও। আপনি যদি শাক-সবজি জাতীয় কোনো আইটেম কিনে থাকেন তবে তা পানি এবং ভিনেগারে তা ১৫-২০ মিনিট ডুবিয়ে রাখুন। বোতলজাত বা প্লাস্টিক ব্যাগ জাতীয় জিনিস হলে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার দিয়ে তা মুছে নিন। অনলাইনে জামা কাপড় কিনে থাকলে সাথে সাথে ধুয়ে ফেলুন অথবা রোদে দিয়ে ৭২ ঘন্টা পর্যন্ত আলাদা রেখে দিন। তবে সবশেষে হাত ধোয়ার কোনো বিকল্প নেই। ঘরে থাকলেও কিছু সময় পর পর হাত দুটো ভালো করে ধুয়ে নিন।
আশা করছি করোনাকালীন সময়ে অনলাইনে কেনাকাটা করার টিপসগুলো আপনাকে নিরাপদ থাকতে সাহায্য করবে। কোভিড-১৯ আমাদের জীবন-ব্যবস্থাকে বদলে দিয়েছে অনেকখানি। অফলাইনের চেয়ে অনলাইনে কেনাকাটার চাহিদা এখন বেশি এবং ক্রেতা-বিক্রেতাদেরও সেভাবে খাপ খাইয়ে নিতে হবে।
Aponhut.com এর মাধ্যমে ক্রয়-বিক্রয় করুন!
আপনার সুস্বাস্থ্য কামনা করছি।