২০২৩ সালের সেরা কয়েকটি স্মার্টফোন

বর্তমানে বাংলাদেশের স্মার্টফোনের বাজার নতুন স্মার্টফোন মডেল, হাই-এন্ড স্পেসিফিকেশন, শক্তিশালী প্রসেসর এবং ক্যামেরায় স্বয়ংসম্পূর্ণ। আগের সময়কার স্মার্টফোন এর তুলনায় বর্তমানের স্মার্টফোন গুলো অনেক বেশি ফিচারড। নিত্যনতুন ফিচার যুক্ত করা হচ্ছে ফোনগুলো তে। তবে সেসব কে কেন্দ্র করে দামেরও তারতম্য হয়ে থাকে বেশ। সবার বাজেট একরকম নয়। অনেকের বাজেট কম থাকার কারণে কম দামে ভালো ফোন এর খোঁজে থাকেন। আপনি যদি এমন একটি ডিভাইসের খোঁজে থাকেন যা আপনার সকল চাহিদা পূরণ করবে বা কাউকে উপহার দেওয়ার কথা ভেবে থাকেন, তাহলে-AponHut.com-এর পেইজ ঘুরে আপনার পছন্দের ফোন কিনতে পারেন। AponHut.com এর পক্ষ থেকে আপনাদের জন্য আমরা ১০,০০০ থেকে ১৫,০০০ টাকার মধ্যে কেনা যেতে পারে এমন কয়েকটি অফিসিয়াল স্মার্টফোনের একটি তালিকা তৈরি করেছে।
চলুন জেনে নেওয়া যাক সেরা কয়েকটি স্মার্টফোন সমন্ধেঃ
1. Infinix Smart 6 Phone
ইনফিনিক্স স্মার্ট ৬ স্মার্টফোনটি ২০২১ সালের অক্টোবর মাসে লঞ্চ করা হয়েছিলো। বর্তমানে ডিভাইসটির ২ জিবি র্যাম ও ইন্টারনাল স্টোরেজ ৩২জিবি,সেলফি ৫ মেগাপিক্সেল, ডিসপ্লে ৬.৬ ইঞ্চি সহ বাজারে পাওয়া যাবে। এছাড়াও, ইনফিনিক্স স্মার্ট ৬ অ্যান্ড্রয়েড ভার্সন ১১ (‘গো’ সংস্করণ) এ চালিত এবং এতে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।
বর্তমানে দেশে ফোনটির বাজার মূল্য ১০,৬৯০ টাকা।
2. Xiaomi Poco C3 Phone
শাওমি পোকো সি৩ স্মার্টফোনটি ২০২০ সালের অক্টোবর মাসে লঞ্চ করা হয়েছিলো। বর্তমানে ডিভাইসটির ৩/৪ জিবি র্যাম ও ইন্টারনাল স্টোরেজ ৩২/৬৪ জিবি,সেলফি ৫ মেগাপিক্সেল, ব্যাক
ক্যামেরা ১৩ মেগা পিক্সেল, ডিসপ্লে ৬.৬ ইঞ্চি সহ বাজারে পাওয়া যাবে। এছাড়াও, শাওমি
পোকো সি৩ এতে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।
বর্তমানে দেশে ফোনটির বাজার মূল্য ১১,৯৯৯/ ১২,৯৯৯
টাকা।
3. Vivo Y21 Phone
ভিভো ওয়াই ২১ স্মার্টফোনটি ২০২১ সালের আগস্ট মাসে লঞ্চ করা হয়েছিলো। বর্তমানে ডিভাইসটির ৪ জিবি র্যাম ও ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি,সেলফি ৮ মেগাপিক্সেল, ব্যাক
ক্যামেরা ১৩ মেগা পিক্সেল, ডিসপ্লে ৬.৫১ ইঞ্চি সহ বাজারে পাওয়া যাবে। এছাড়াও, ভিভো
ওয়াই ২১ এ অ্যান্ড্রয়েড ভার্সন
১১ চালিত এবং এতে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।
বর্তমানে দেশে ফোনটির বাজার মূল্য ১৪,৯৯০ টাকা।
4. Realme Narzo 50i Mobile Phone
রিয়েলমি নারযো ৫০ আই স্মার্টফোনটি ২০২১ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হয়েছিলো। বর্তমানে এই ডিভাইসটির দুটি ভিন্ন সংস্করণ বাজারে পাওয়া যাচ্ছে-২/৩২ জিবি এবং ৪/৬৪ জিবি। রিয়েলমি নারযো ৫০আই অ্যান্ড্রয়েড ভার্সন ১১ চালিত এবং এতে ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ব্যবহারকারীরা কেনার সময়ে এই ফোনের দুটি ভিন্ন রং থেকে একটি বেছে নিতে পারবেন যেগুলো হলো-মিন্ট গ্রিন এবং কার্বন ব্ল্যাক।
বর্তমানে দেশে ফোনটির বাজার মূল্য ১১,৯৯০ টাকা।
5. Xiaomi Redmi 9 Mobile Phone
শাওমি রেডমি নাইন স্মার্টফোনটি ২০২০ সালের জুন মাসে লঞ্চ করা হয়েছিলো। বর্তমানে এ স্মার্টফোনটিতে কয়েক ধরনের ইন্টার্নাল স্টোরেজ রয়েছে। সেগুলো হলো ৩/৩২ জিবি, ৪/৬৪ জিবি, ৪/১২৮ জিবি এবং ৬/১২৮ জিবি। আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন যেকোন টি। তবে কমপক্ষে ৪/৬৪ জিবির ফোন কেনাটা রেকমেন্ড করছি। সেলফি ৫ মেগাপিক্সেল, ডিসপ্লে ৬.৫৩ ইঞ্চি সহ বাজারে পাওয়া যাবে। এছাড়াও, এতে দেওয়া হয়েছে ৫০২০ এমএএইচ ব্যাটারি।
বর্তমানে দেশে ফোনটির বাজার মূল্য ১৩,৯৯৯ টাকা।
পরিশেষেঃ
উপরোক্ত ফোনগুলোর দাম সময়ের প্রেক্ষাপটে পরিবর্তিত হতে পারে। তাই ফোন কেনার পূর্বে অবশ্যই বর্তমান সময়ের সঠিক দাম যাচাই করে কিনবেন। আর ফোন কেনার সময় ইন্টার্নার স্টোরেজ বেশি কেনার ট্রাই করবেন এবং অফিসিয়াল ফোন কিনবেন।
স্মার্টফোন শান্তিতে চালানোর জন্য কিছু বিষয় আপনাকে দেখতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো-ফোনের প্রোসেসর, ক্যামেরা এবং ভার্সন। এ ৩টি বিষয় যদি High এবং ভাল হয়-তাহলে ধরে নিতে পারেন যে, এ ফোনটি চলনসই।
বর্তমান স্মার্টফোন ট্রেন্ড এবং বাংলাদেশে স্মার্টফোনের বাজার সম্পর্কে আরও জানতে চোখ রাখুন AponHut.com এ।