আপনহাট এর বোনাস টাকা ব্যবহার

 প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ১০:১১ অপরাহ্ন   |   প্রপার্টি , AponHut আপডেট

আপনহাট এর বোনাস টাকা ব্যবহার

Aponhut.com - বাংলাদেশের একটি ফ্রি ক্লাসিফাইড মার্কেটপ্লেস। এখান থেকে আপনি আপনার পছন্দের পণ্যসমূহ যেমন ক্রয় করতে পারবেন তেমনি আপনার ব্যবহৃত বা পুরাতন পণ্য খুব সহজে এবং অল্প সময়ে ফ্রীতে বিজ্ঞাপন দিয়ে বিক্রয় করতে পারবেন।
 
Aponhut.com-এ প্রথমবার লগইন করলে বোনাস হিসাবে আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন ১০০ টাকা । এই বোনাস টাকা দিয়ে আপনি Aponhut.com-এর নিজস্ব শপ থেকে ডিসকাউণ্টে পণ্য ক্রয় করতে পারবেন। 

চলুন এবার জেনে নেই কিভাবে Aponhut.com- থেকে বোনাস টাকা অর্জন করবেন এবং সেই টাকা দিয়ে কিভাবে ডিসকাউণ্টে পণ্য ক্রয় করবেন তার সম্পর্কে। 

প্রথমে Aponhut.com-এ সাইনাআপ করে লগ ইন করলে আপনার অ্যাকাউন্টে ১০০ টাকা বোনাস হিসেবে যোগ হবে। এই বোনাস টাকা আপনি Aponhut-এর নিজস্ব শপ থেকে পণ্য ক্রয় এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে জমাকৃত বোনাস টাকা থেকে সর্বোচ্চ ৭০% টাকা Aponhut.com এর নিজস্ব শপের যেকোনো পণ্য প্রতিবার ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন । 

Aponhut.com-এর নিজস্ব শপের প্রতিটি পণ্যতে রয়েছে আকর্ষণীয় ডিসকাউণ্ট এবং সাথে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক । Aponhut.com-এর নিজস্ব শপের যেকোনো পণ্য ক্রয় করার সঙ্গে সঙ্গে পণ্যের উল্লেখিত বোনাস টাকা আপনার অ্যাকাউন্টে পুনরায় জমা হবে। এভাবেই আপনি Aponhut.com-এর নিজস্ব শপের পন্য ক্রয় করার সঙ্গে সঙ্গে বোনাস টাকা অর্জন করে সেই অর্জিত বোনাস টাকার ৭০% টাকা ব্যবহার করে প্রতিবার পণ্য ক্রয় করতে পারবেন।  

এছাড়াও সঙ্গে থাকছে Aponhut.com-এর হট ডিলের বিশাল অফারে পণ্য ক্রয়ের সুবিধা। তাহলে আর দেরি কেনো এখনি Aponhut -এর অ্যাপ ইনস্টল করে নিজের অ্যাকাউন্টের বোনাস টাকা দিয়ে কেনাকাটা করুন নিজের পছন্দমতো।