আধুনিক যুগে কম্পিউটারের ব্যবহার

 প্রকাশ: ০১ মার্চ ২০২২, ০২:৫৩ পূর্বাহ্ন   |   শিক্ষা , টিপস ও গাইড

আধুনিক যুগে কম্পিউটারের ব্যবহার

বর্তমানে প্রযুক্তির ছোয়া মানুষের জীবনে লেগে গেছে। মানুষ সকল ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে। যার ফলে কম্পিউটার শুধু গবেষণার কাজে সীমাবদ্ধ নেই। সকল জ্ঞান-বিজ্ঞানের প্রতিটী শাখায় কম্পিউটার এর উপস্থিতি রয়েছে।

Aponhut.com- এ আপনি আপনার পছন্দনুযায়ী কম্পিউটার ক্রয় করতে পারেন।

 চলুন জেনে নেওয়া যাক কম্পিউটার কি কি ক্ষেত্রে ব্যবহার হয়ঃ-

১.অফিসের কাজ :

অফিসের যাবতীয়কাজ দ্রুত ওনির্ভূলভাবে করা যায়। অফিসের কাজবন্টন, বিজ্ঞপ্তি প্রকাশ, চিঠিপত্রলেখা, রেকর্ড সংরক্ষণ, ফাইল রক্ষণাবেক্ষণ, দৈনিক আয়-ব্যয়ের হিসাব-নিকাশ ইত্যাদি কাজকম্পিউটার দ্বারা করা যায়।

২.ব্যাংকিংয়ের কাজে :

আধুনিক উন্নতবিশ্বে প্রতিটি ব্যাংক কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত, চেকের হিসাব, ক্রেডিট ও ডেবিটের হিসাব কম্পিউটার দ্বারা করা হচ্ছে। এতে গ্রাহকদের চেকজমা দিয়ে অপেক্ষায়     থাকার বিরক্তি দূর হচ্ছে। 

৩.ব্যবসায়-বাণিজ্যের কাজে :

 ফান্ডট্রান্সফার,ব্যালেন্স সীট, হিসাবরক্ষণ,পে-রোল,আয়-ব্যয় হিসাব,ইত্যাদি কম্পিউটার দ্বারা দ্রুত সম্ভব।

৪.কল-কারখানার কাজে :

কল-কারখানার যাবতীয় কাঁচামাল আমদানির হিসাব,রপ্তানি দ্রব্যেরহিসাব,কর্মকর্তা ও শ্রমিক সংখ্যার হিসাব, শ্রমিক কর্মচারীদের মাসিক বেতনের হিসাব, বার্ষিক রিপোর্ট তৈরিও বার্ষিক বাজেট তৈরি প্রভৃতি কাজ কম্পিউটার দ্বারা করা যায়।

৫.প্রকাশনার কাজে :

কম্পিউটার দিয়ে দ্রুত গ্রফিক্স ডিজাইন,মুদ্রণ,গবেষণা রিপোর্ট,বই,চিঠিপত্র ইত্যাদি প্রকাশিত হচ্ছে।

৬.সংবাদপত্র :

কম্পিউটারের মাধ্যমে খুব দ্রুত সংবাদপত্র প্রকাশের বিভিন্ন কাজ করা যায়।কম্পিউটার নেটওয়ার্ক-এর মাধ্যমে একটি দেশের প্রতিটি শহর থেকে একই সময় সংবাদপত্র বের করা হচ্ছে।

৭.টেলি কমিউনিকেশনের কাজে :

টেলিফোন এবং কম্পিউটারের মধ্যেসংযোগ  করে অতি দ্রুত সংবাদ পৃথিবীর একস্থান হতে অন্যস্থানে পাঠানো যাচ্ছে।

৮.চিকিৎসাবিজ্ঞানে :

প্যাথলজিক্যাল পরীক্ষা,দৃষ্টিশক্তি পরীক্ষা, ক্যান্সাররোগ নির্ণয়, টিউমারের গঠন ইত্যাদি কাজে কম্পিউটার দ্রুত ফলাফল দিচ্ছে। বিভিন্ন রোগের ঔষধ নির্ধারণ এবং ঔষধের মান নিয়ন্ত্রন কম্পিউটার দিয়ে করা হচ্ছে।

৯.মহাকাশ গবেষণার কাজে :

মহাকাশযানের সূক্ষ্ম হিসাব নিকাশ,ডিজাইন,  এবং পরিচালনার কাজে কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহারকরা হচ্ছে।    এছাড়া ও দূর আকাশে নভোচারীর গতিপথ নির্দেশে সহায়তা করে কম্পিউটার।

১০.প্রতিরক্ষার কাজে :

 বোমারু  বিমান বা যুদ্ধ জাহাজ নিয়ন্ত্রণ,মিসাইল ও ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ ইত্যাদি কাজে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে।

১১.বিমান চলাচল নিয়ন্ত্রণ :

বাংলাদেশসহ সারা বিশ্বের বিমান যোগাযোগ কম্পিউটার ছাড়া অচল। অনলাইনে সিট রিজার্ভেশন,বিমানের চলাচলের রুট নির্ধারণসহ বিভিন্ন কাজে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে।

১২. শিক্ষার কাজে :

শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বেতনের হিসাবনিকাশ, দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশ, প্রতি বর্ষে ছাত্র-ছাত্রীদের সংখ্যার হিসাব ইত্যাদি কম্পিউটার দ্বারা করা সম্ভব। এছাড়া বছর অনুযায়ী পাশ ও ফেল করা ছাত্র-ছাত্রীদের সংখ্যা কম্পিউটার দ্বারা করা যায়।

১৩. বিনোদনের কাজে :

 কম্পিউটারে গেম খেলা, গান শোনা, ছবি দেখা ইত্যাদি বিভিন্ন বিনোদনের জন্য কম্পিউটার ব্যবহার করা হচ্ছে। টিভি কার্ড লাগিয়ে কম্পিউটারকে টিভি হিসাবেও ব্যবহার করা হচ্ছে।

১৪. আবহাওয়ার কাজে :

কম্পিউটারের মাধ্যমে আবহাওয়ার বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে পূর্বাভাস দেওয়া যায়, যার দ্বারা আমরা কোন প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে পারে।

আপনার নতুন বা পুরাতুন কম্পিউটার ক্রয়-বিক্রয় করতে AponHut.com পেইজে পচ্ছন্দনুযায়ী ক্রয় করতে পারেন। ফ্রি বিজ্ঞাপনের মাধ্যমে আপনার পুরাতুন কম্পিউটার বিক্রয় করতে পারেন।