Aponhut -এ কিভাবে অ্যাকাউন্ট করবেন? কিভাবে বিজ্ঞাপন পোস্ট করবেন?

 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ০৮:৫৯ অপরাহ্ন   |   সার্ভিস , AponHut আপডেট

Aponhut -এ কিভাবে অ্যাকাউন্ট করবেন? কিভাবে বিজ্ঞাপন পোস্ট করবেন?

Aponhut -এ কিভাবে অ্যাকাউন্ট করবেন?


আপনহাট -এর ওয়েবসাইট পেতে প্রথমে গুগলে আপন হাট লিখে সার্চ করুন।




এখানে আসা প্রথম লিংকটি ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন।




উপরের ডান দিকে একশো টাকা বোনাস অথবা ফ্রি বিজ্ঞাপন দিন এই অপশনে ক্লিক করুন।




এখানে Google, Facebook, অথবা sign up. আপনি এই তিনটি উপায়ে এখানে একাউন্ট করতে পারবেন। অ্যাকাউন্ট করার জন্য  Sign up অপশনে ক্লিক করুন।




তারপর এখানে আপনার নাম, ইমেইল এড্রেস, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইনআপ এ ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে।




Aponhut -এ কিভাবে বিজ্ঞাপন পোস্ট করবেন?


বিজ্ঞাপন পোস্ট করার জন্য প্রথমে (ফ্রি বিজ্ঞাপন দিন) এই অপশনে ক্লিক করুন।




তারপর (শুরু করুন) এই অপশনে ক্লিক করুন।




তারপর আপনার পণ্যের ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি সিলেক্ট করুন।




তারপর আপনার বিভাগ এবং জেলা সিলেক্ট করুন।




তারপর এখানে পণ্যের শিরোনাম, মডেল নাম্বার, পণ্যের ছবি, ও বিবরণ সহ বিস্তারিত তথ্য দিয়ে  বিজ্ঞাপনটি পোস্ট করুন।




বিজ্ঞাপনটি পোস্ট করার পর এমন দেখাবে। এখান থেকে আপনার বিজ্ঞাপনটি এডিট করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন।




আপনার বিজ্ঞাপন টি যাচাই করে Approve করার জন্য  অফিস চলাকালীন টাইমে সাধারণত চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগতে পারে।