ছুটিতে নিরাপদে ভ্রমণ করার জন্য সেরা কয়েকটি দেশ

 প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২২, ০২:০৫ পূর্বাহ্ন   |   সার্ভিস , টিপস ও গাইড

ছুটিতে নিরাপদে ভ্রমণ করার জন্য সেরা কয়েকটি দেশ

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আর পৃথিবীর সব প্রান্তের ভ্রমন পিপাসু পর্যটকদের আনাগোনায় মুখরিত পর্যটন কেন্দ্র গুলো। সবুজ আর বৈচিত্র্যৃময় এই পৃথিবী নামক গ্রহে এক জীবনে প্রত্যেকের খুব অল্প জায়গাই ঘুরে দেখা হয়। এর অপরূপ প্রাকৃতিক দৃশ্যাবলীর বিভিন্ন দেশে ভ্রমণ করতে অনেকেই পছন্দ করেন। তবে ভ্রমণের আগে জানা জরুরি কোথায়, কিভাবে কত দিনের জন্য ভ্রমনে যাবে তা ঠিক করা।
আসুন জেনে নেই ভ্রমণে জন্য সেরা কয়েকটি দেশ সম্পর্কেঃ-


১. বাংলাদেশ


অপূর্ব সৌন্দর্যের আধার বাংলাদেশ যার প্রাকৃতিক রূপবৈচিত্র্যের কোনো অভাব নেই। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, পার্বত্য চট্টগ্রামের অকৃত্রিম সৌন্দর্য, সিলেটের সবুজ অরণ্যসহ আরও অনেক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের বাংলাদেশ। কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর একমাত্র দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত, যা আর পৃথিবীর অন্য কোথাও নেই। ১২০ কিমি. দীর্ঘ সৈকতটিতে কাদার অস্তিত্ব পাওয়া যায় না। তাই তো পৃথিবীর বিভিন্ন দেশের সমুদ্র সৈকতের চেয়ে কক্সবাজারের সমুদ্র সৈকত বিশেষ তাৎপর্যপূর্ণ এবং এর রয়েছে অপার সম্ভাবনা। বর্তমানে কক্সবাজারকে কেন্দ্র করে নেয়া হচ্ছে নানা পরিকল্পনা। সম্প্রতি কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সাগরের পাড়ে ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ নির্মাণের ফলে দেশি-বিদেশি পর্যটকদের কাছে পর্যটন নগরী কক্সবাজারের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে।


২.ভারত


ভৌগলিক বৈশিষ্ট্য অনুসারে ভারত একটি বিশাল ঐশ্বর্যশালী দেশ। একটি প্রবাদ আছে, যে পুরো ভারত ঘুরে আসলো, সে যেন পুরো পৃথিবীটাই ঘুরে আসলো। ভারতের সেরা কিছু ঘুরতে যাবার মত জায়গা হল:কাশ্মীর, আন্দামান দ্বীপপুঞ্জ, লাদাখ, গোয়া, কেরালা, দার্জিলিং, মানালি ইত্যাদি। আপনি যদি আয় বুঝে ব্যয় করতে জেনে থাকেন তবে ভারত হবে ছুটিতে ঘুরতে যাবার জন্য অন্যতম একটি সেরা বিকল্প। আর যদি দর কষাকষিতে ভাল হয়ে থাকেন তবে বেশ কম খরচে আপনি ভারতের অন্যতম সুন্দর সুন্দর জায়গা ঘুরে আসতে পারবেন।


৩. ইতালি


বিশ্বের যত বিখ্যাত ভবন রয়েছে তার সিংহভাগ রয়েছে ইতালিতে। প্রাচীন ও ঐতিহ্যবাহী রোম এর রাজধানী। অভিজাত ভবন, সুরম্য গীর্জা এবং মনোমুগ্ধকর সমুদ্রসৈকত দেখার জন্য পর্যটকরা ইতালিতে এসে থাকেন। ২০১৬ সালে ইতালিতে ৫৮ দশমিক ৩ মিলিয়ন এবং ২০১৭ সালে ৫২ দশমিক ৪ মিলিয়ন পর্যটক ইতালি ভ্রমণ করেছিলেন।


৪. জার্মানি


জার্মানি ইউরোপের ৭ম বৃহত্তম অন্যতম গুরুত্বপূর্ণ দেশটি পর্যটনের জন্য আগে থেকেই বিশ্ববিখ্যাত। উত্তরে উত্তর সাগর বাল্টিক সাগরের উপকূলীয় নিম্নভূমি থেকে মধ্যভাগের ঢেউ খেলানো পাহাড় নদী উপত্যকা এবং তারও দক্ষিণে ঘন অরণ্যাবৃত পর্বত বরফাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূ-প্রকৃতিকে বৈচিত্র্যময় করেছে। দেশটির মধ্য দিয়ে ইউরোপের প্রধান প্রধান নদী (রাইন, দানিউব, এলবে) প্রবাহিত হয়েছে যা দেশটিকে একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে সাহায্য করেছে। অত্যন্ত উঁচু নগরায়ন হারের দেশটি অসংখ্য ঐতিহাসিক স্থান নানা ধরনের জাদুঘর এবং প্রাকৃতিক সৌন্দর্য- এর কারণে পর্যটকের তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে।


৫. মালদ্বীপ 


মালদ্বীপ নৈসর্গিক সৌন্দর্য্যে পরিপূর্ণ একটি অসাধারণ জায়গা যেখানে আপনি আপনার সঙ্গী/সঙ্গিনীর সাথে হারিয়ে যেতে পারবেন নিরালায়। আপনি যদি একাও যান তবুও আপনি মালদ্বীপের সৌন্দর্য উপভোগ করবেন একশত ভাগ। গেস্টহাউজগুলো এখানকার দ্বীপগুলোতে প্রতি মাসেই পর্যটকদের জন্য অবিশ্বাস্য সব সাশ্রয়ী অফার দিচ্ছে। বিলাসবহুল রিসোর্টগুলোর মধ্যে প্রতিটি রিসোর্ট একটি করে ছোট দ্বীপের উপর অবস্থিত যেখানে দম্পতিরা একান্তে কিছু স্মরণীয় মুহূর্ত কাটাতে পারবেন। সুলভ মূল্যের প্যাকেজ থাকার কারণে কিছু জনপ্রিয় দ্বীপের গেস্টহাউজগুলোতে পর্যটকদের ভিড় প্রতি বছর বেড়েই চলছে। সুতরাং মালদ্বীপে ঘুরতে যাবার এখনই যথার্থ সময়।

আপনি আপনার সামনের ছুটি কোথায় কাটাতে চান? সারা পৃথিবী জুড়ে আপনার রোমাঞ্চপ্রেমী মনের চাহিদা মেটানোর মত হাজারো জায়গা রয়েছে। সহজেই সেইসব জায়গায় ঘুরে আসার জন্য আজই আপনার গন্তব্য ঠিক করে নিন আর অনলাইনে বুকিং দিয়ে ফেলুন কোনো ট্যুর প্যাকেজ-এ।