ল্যাপটপ কেনার কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস
আমরা যারা ফ্রিলান্সিং এ কাজ করি তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি ভালো মানের ল্যাপটপ। এমনকি একজন ফ্রেশার, সরকারি বা বেসরকারি চাকুরীজীবী, ইঞ্জিনিয়ার, ডাক্তার বা দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহারকারী আজকাল প্রায় সকলেই একটি ভালো মানের ল্যাপটপ খুঁজে থাকেন । দিন দিন নতুন নতুন ফিচার নিয়ে আসছে ল্যাপটপ কোম্পানি গুলি আর আমরা এত ফিচারের ভিড়ে অসহয়বোধ করি কোনটি ছেড়ে কোনটি কিনবেন তা নিয়ে। চলুন জেনে নেওয়া যাক ল্যাপটপ কেনার গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়।
বাংলাদেশে ব্যবহৃত ল্যাপটপের মূল্য দেখতে এই লিংকে ক্লিক করুন।
ল্যাপটপ নিয়ে ভ্রমণ করেন বা অফিসের কোনো কাজে কিছু দূরবর্তী স্থানে যেতে হয় ইত্যাদি ক্ষেত্রে নির্ধারণ করবে আপনার কি রকম ল্যাপটপ এর দরকার । আপনার জন্য কোনটি আদর্শ ল্যাপটপ হবে সেটি আপনাকে ল্যাপটপ কেনার আগে জেনে নিতে হবে এবং তারপর ল্যাপটপ কিনবেন ।
আপনি ল্যাপটপ কেনার সময় ল্যাপটপের সাইজ দেখে কিনবেন যেমনঃ প্রেজেন্টেশন দেয়ার জন্য ছোট সাইজের স্ক্রীনের ল্যাপটপ ও বাসা বা অফিসের দৈনন্দিন কাজের জন্য বড় সাইজের স্ক্রীনের ল্যাপটপ কেনা ভাল ।
ওজনঃ ল্যাপটপ সাধারনত কম ওজনের দেখে কিনা ভাল। যত
কম ওজনের হবে আপনার বহন করতে সুবিধা হবে।
ল্যাপটপ স্টোরেজঃ আপনি ল্যাপটপ ক্রয়ের ক্ষেত্রে দেখুন যে ল্যাপটপটির কত জিবি হার্ড ডিস্ক বা এসএসডি আছে। অপটিক্যাল ড্রাইভ ব্যাবহার করা যাবে কিনা, RAM কত জিবি ইত্যাদি কেমন হবে সেদিকে লক্ষ্য রাখুন । আপনার কাজের প্রয়জনে যদি স্বল্প স্টোরেজে কাজ হয় তাহলে এক্সট্রা এসএসডি লাগানো যায় ওই রকম ল্যাপটপ কিনতে পারেন। আপনি যদি ফ্রিলান্সিং করেন বা ডিজাইন করতে চান অথবা মুভি গান ইত্যাদি দেখেন তাহলে বেশি হার্ডডিস্ক ড্রাইভ সম্বলিত ল্যাপটপ ক্রয় করুন।
ফিচারঃ ল্যাপটপ কি জন্য কিনবেন তার প্রতি লক্ষ্য রেখে ল্যাপটপ কিনুন । আপনার কাজের জন্য কোন প্রসেসর এবং কত কোর ভাল হবে ও থ্রেড কতটি হলে ভাল হয় । ল্যাপটপ-এর প্রসেসর কোন সিরিজের তার দিকে খেয়াল রাখা জরুরি। প্রসেসর টির ক্লক স্পিড কত, প্রসেসরের ক্লক স্পিড ৩.০ গিগাহার্টজ বা এর বেশি হলে আপনার জন্য ভালো হয় । RAM কত জিবি হলে ভালো হবে, RAM এর ভার্সন কি ? এক্সট্রা RAM লাগানো যাবে কিনা, গেলে কত জিবি RAM বাড়ানো যাবে এই ব্যাপারগুলির প্রতি লক্ষ্য রাখুন । মনিটর এর রেজ্যুলেশন এর দিকে লক্ষ্য করুন । যদি আপনি গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং অথবা বিভিন্ন গেমস খেলার জন্য ল্যাপটপ কিনে থাকেন তাহলে অবশ্যই দেখুন যে ল্যাপটপ কিনছেন সেটার
গ্রাফিক্স
কার্ড আছে কিনা এবং এক্সট্রা গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন কিনা।
ব্র্যান্ডঃ ল্যাপটপ কেনার সময় ব্র্যান্ড বিবেচনা একটি খুবই জরুরী । কারন, এক এক ব্র্যান্ডের ল্যাপটপ এক এক ধরনের সার্ভিস এর জন্য ভাল হয় । অবশ্যই
ওয়ারেন্টি
দেখে ল্যাপটপ কিনুন । অ্যাপেল, স্যামসাং, সনি,
এইচপি, ডেল,
লেনোভো, আসুস, এসার, সাওমি ইত্যাদি পরিচিত ব্র্যান্ডের ল্যাপটপ থেকে আপনার পছন্দের ল্যাপটপটি
নিতে পারেন । সরাসরি অথারাইজড ডিলার ও ব্র্যান্ডশপ অথবা পরিচিত খুচরা বিক্রেতার কাছ থেকে ল্যাপটপ কিনতে পারেন । সেই সাথে
তাদের
বিক্রয় পরবর্তী সেবা সম্পর্কে ভালভাবে জেনে নিন । যদি ফ্রি কোন গিফট বা অফার থাকে তা দিবে কিনা জেনে সে ব্যাপারে জেনে নিন । আপনার পছন্দের ল্যাপটপটি
কেনার
সময় অবশ্যই ওয়ারেন্টি কার্ড, ল্যাপটপ চার্জার, ব্যাগ ইত্যাদি আনুষঙ্গিক জিনিসপত্র যা আপনার ল্যাপটপের সঙ্গেই পাচ্ছেন তা বুঝে নেবেন। অনুমোদিত ডিলার, আমদানিকারক, বিশ্বস্ত ই-কমার্স থেকে আপনার ল্যাপটপটি কিনুন।
পরিশেষেঃ ল্যাপটপ ক্রয়ের ক্ষেত্রে দাম বিবেচনা করুন অথবা গুগল সার্চ এর মাধ্যমে দাম জেনে নিন। সঠিক দাম নির্ধারণ করে ল্যাপটপ ক্রয় করুন।
যদিও নিশ্চিতভাবেই, কোন ল্যাপটপ কিনবেন তার উত্তর নির্ধারণের কারণগুলি হল দাম এবং স্ক্রিনের আকার। সেগুলি থেকে, আমরা বেছে নেব বা বাতিল করব কিন্তু কোন ল্যাপটপ কিনবেন তা না জানলে এটি একটি ভাল সূচনা পয়েন্ট।
বাংলাদেশে ল্যাপটপ মার্কেট অথবা আসন্ন ল্যাপটপের মডেল, দাম এবং বৈশিষ্ট্য সম্পর্কে আরও জানতে চোখ রাখুন আপনহাট.কম-এ।