সাধ্যের মধ্যে বাজারের সেরা কয়েকটি ল্যাপটপ

 প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২২, ০১:২৪ পূর্বাহ্ন   |   ল্যাপটপ , নিউজ ও রিভিউ

সাধ্যের মধ্যে বাজারের সেরা কয়েকটি ল্যাপটপ


ল্যাপটপ এমন একটি ডিভাইস যা বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে কম বেশি সকল মানুষের  অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। অফিসিয়াল কিংবা আন-অফিসিয়াল সকল কাজেই এখন ল্যাপটপ ব্যবহিত হচ্ছে।  ল্যাপটপ কেনা কোনো সহজ কাজ নয় কারণ বাজারে রয়েছে বহু ব্র্যান্ডের বিভিন্ন দামের ল্যাপটপ

বাজারে বহু ব্র্যান্ডের হাজারও রকমের ল্যাপটপ পাওয়া যায়। এতোসবের ভীড়ে আপনার কাজের উপযোগী প্রয়োজনীয় ল্যাপটপটা কেনা একরকম ঝক্কিতেই পরিণত হয়ে যায় মাঝে মাঝে। তাছাড়া ল্যাপটপ সম্পর্কে অনভিজ্ঞ হওয়ার কারণে বাজারের সেরা ল্যাপটপটা খুঁজে পেতেও সমস্যা হয়। বর্তমানে কম বাজেটের মধ্যে বিভিন্ন কোম্পানির ভালো ল্যাপটপ পাওয়া যায়। সেক্ষেত্রে  আপনিও চাইলে কম দামে একটি ভালো ল্যাপটপ কিনতে পারেন।

চলুন জেনে নেওয়া যাক সেরা কয়েকটি ল্যাপটপ কম বাজেটের মধ্যেঃ

 

Lenovo ThinkPad X1 Yoga

লিনোভো থিনকপ্যাড এক্স১ ইয়োগা হচ্ছে টেবিল মুড ল্যপটপ, যেটাকে আপনি যত ইচ্ছা ঘুরাতে পারবেন। এটা আপনার পছন্দের শীর্ষে থাকার জন্য যথেষ্ট কারণ এতে নতুন করে যুক্ত করা হয়েছে ওএলইডি (OLED) ডিসপ্লে। আর তাই এই জন্যই আপনি এটাই যেকোন মুভি অথবা প্রোগ্রাম দেখে পাবেন আসল টিভির মত স্বাদ। এটা যেমন স্টাইলিস তেমনি টেকসই। ১৪" ডিসপ্লে যেটা আবার ২-১। যার কারণে আপনি এটাকে কি প্যাড বাদেই ৫ টা আলাদা কোণে ঘুরিয়ে নিতে পারবেন ডিসপ্লেকে। এটার সাথে থাকছে একটি পেন মানে ডোকেবল (Dockble) পেন যেটাকে মাত্র ১৫ সেঃ চার্জ দিলে ১০০ মিনিট পর্যন্ত চলবে। যেটার সাহায্য আপনি সব কাজ করতে পারবেন। এটাকে আপনি ট্যবলেট হিসাবেও ব্যবহার করতে পারবেন। এটার ডিসপ্লেকে খুলে ট্যাব হিসাবে চালালে এটা ১৬ ঘন্টা ব্যাকআপ দিবে।

Apple MacBook Pro 13-Inch 

২০১৪ সালের এই মডেলে রয়েছে রেটিনা ডিসপ্লে (Retina Display), সুন্দর ডিজাইন এবং ১৩ ঘণ্টার ব্যাটারি লাইফ। Intel Core i5 . গিগাহার্জ প্রসেসরের সাথে জিবি র‍্যামের কারনে এর  পারফর্মেন্স খুবই ভালো। এর রয়েছে Intel Iris গ্রাফিক্স কার্ড এবং ১৩. ইঞ্চি ডিসপ্লে। এর দাম একটু বেশী। Mac OS X চালিত এই কম্পিউটারের পারফর্মেন্স খুবই ভালো। আরও দেখুন বহনযোগ্য ল্যাপটপ

HP EliteBook Folio G1

এইচপি এলিট বুক আপনার পছন্দের ল্যাপটপ এর মাঝে থাকার জন্য টা বিষয় রয়েছে। প্রথমত এটা হচ্ছে অনেক চিকন ২য় কথা হচ্ছে এটাতে আছে ইউএসবি - সি পোর্ট। এটার স্কিন ১৩"যা আপনাকে দিবে একটু বেশি সস্তি, ডিজাইন স্টাইল এর দিক থেকে এটা আপনাকে দিবে অন্য রকম লুক। বায়োমেট্রিক টার্চ লক। ৪ কে রেজুলেশন স্কিন সাপোর্ট। কোর আই ৫(Core I5) 6th generation প্রোসেসর। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ হার্ড ডিস্ক। ৭২০পিক্সেল ওয়েব ক্যামেরা। ব্যাটারি ব্যাক আপ ৭ ঘন্টা ২ মিনিট ও ৪ কে ভিডিও চলবে  ৪ ঘন্টা ২০ মিনিট।

Dell XPS 15

এটাকে সেরা এর মাঝে রাখার পেছনে কারণ হিসেবে আমি একটি কথাই বলতে পারবো, এটা আপনাকে দিবে ম্যাকবুক চালানোর মত স্বাদ। এটার স্কিন সাইজ ১৫" এবং দেখতে অনেকটা ম্যাকবুক প্রো এর মত। এটার সবথেকে বড় দিকটি হচ্ছে আপনি এটাতে কে রেজুলেশন ডিসপ্লে। এটারো কনফিগারেশন এর সাথে দাম এর  সম্পর্ক রয়েছে। এটাতে রয়েছে কোর আই ৩ (Core I3), কোর আই ৫ (Core I 5), কোর আই ৭ (Core I 7) 6 th generation প্রোসেসর। (দামের সাথে সম্পর্ক যুক্ত) র‍্যাম ৮ জিবি। ইন্টেল এইস ডি গ্রাফিক্স কার্ড ৫০০ রয়েছে এতে। ১৫.৬" ডিসপ্লে। এটার ওজন ১.৭৮ কেজি। ৫০০ জিবি থেকে ১০০ জিবি পর্যন্ত মেমোরি।

MacBook Pro - Apple

এপেল ম্যাকবুক কে কেন পছন্দের তালিকাই রেখেছি তা আর আপনাদের আলাদা করে বলা লাগবে না। এটির স্লিম স্কিন ১৩" স্কিন আপনাদের দিবে  আন্য রকম আনন্দ। এটাতে আপনি পাচ্ছেন স্কিন কিপ্যাড এর আলাদা রকম কম্বিনেশন। ২০১৬এর শেষের দিকে আসলেও এটার কদর ২০১৭ তেও সেই আগের মতই আছেস্কিন সাইজ ১৩’’ ২.৫ গিগা হার্জ ডুয়েল কোর প্রোসেসর। ৪ জিবি ডিডি আর ৩ র‍্যাম। ৫০০ জিবি হার্ড ডিস্ক। ওজন ২.৭ কেজি ও ০.৬ " প্রস্থ। ইন্টেল ৪০০০ গ্রাফিক্স কার্ড আছে এতে। ৭ ঘন্টার ওপরে ব্যাটারি ব্যাক আপ।

HP Chromebook 11

এটি বাজারে কমদামের মধ্যে সবচেয়ে সেরা ল্যাপটপ। মোবাইল ইন্টারনেট কানেক্টিভিটির জন্য এটি অন্যান্য কমদামী ল্যাপটপকে ছাপিয়ে গেছে। এটি পাতলা এবং এর ডিজাইন সুন্দর এবং ওজন মাত্র . পাউন্ড। এটি Google Chrome OS এবং . গিগাহার্জ Samsung Exynos 5250 CPU-তে চলে এবং এতে জিবি র‍্যাম, ১৬ জিবি স্টোরেজ রয়েছে। এর গ্রাফিক্স কার্ড ARM Mali-T604, এবং এতে ১১. ইঞ্চি ডিসপ্লে আছে। আপনি যদি কম দামের মধ্যে ল্যাপটপ খুঁজে  থাকেন তবে এটি হতে পারে সেরা পছন্দ। Chromebook 11-এর ইন্টারফেস পারফর্মেন্স সমানভাবে দক্ষ।

 AponHut এ রয়েছে আপনার মনের মতো অনেক ল্যাপটপ। AponHut এ ভিজিট করে আপনি আপনার পছন্দের ল্যাপটপ কিনতে পারেন।